মোদীর হাত ধরে বিশ্বে অন্যতম বৃহৎ শক্তি হয়ে উঠছে ভারত,জানালেন ইনি..


ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তিনি এই বার যা বলেন তাতে ভারতীয় রাজনীতির বিরোধী দল গুলির চিন্তার কারণ বটে,তিনি বলেন ভারত এবং ইজরায়েলের যৌথ উদ্যোগের উপর এ দিন জোর দিয়েছেন নেতানইয়াহু। তিনি বলেছেন, আমি চাই তরুণ ইজরায়েলিরা ভারতে শুধু একটা ব্যাকপ্যাক নিয়ে না এসে ল্যাপটপ নিয়ে আসুন।বুধবারও মোদীর নিজের রাজ্য গুজরাতে দাঁড়িয়েই মোদীর প্রশংসা করেছেন নেতানইয়াহু।তাঁর নেতৃত্বের দৃষ্টিভঙ্গিতে যে শক্তি রয়েছে, সেই শক্তি দ্বারাই প্রধানমন্ত্রী মোদী ভারতকে বদলে দিচ্ছেন।তিনি এর সাথে বলেন পর্যটক হিসেবে নয়, তরুণ ইজরায়েলিরা কর্মসূত্রে ভারতে আসুন,তিনি এও বলেন নিজের দেশকে বদলে দিচ্ছেন নরেন্দ্র মোদী, ভারতকে তিনি আন্তর্জাতিক শক্তিতে পরিণত করছেন যা আমিও দেখতে চাই।

Comments

Popular posts from this blog

links 14

ওমর আবদুল্লাহর নতুন ছবি দেখে দুঃখ পেলেন মমতা ব্যানার্জী! বললেন গণতান্ত্রিক দেশে এ কি অবস্থা

সারজিল ইমামকে গ্রেফতার করতে দিল্লী পৌঁছে গেল যোগী পুলিশের দুটি টিম! ভারত ভাঙার স্বপ্ন দেখেছিল JNU ছাত্র